ঈদকে সামনে রেখে তৎপর জাল টাকার কারবারিরা
১১ মে ২০১৯ ১৫:৪৫
ঢাকা: প্রতিবছর ঈদের ঠিক আগেই সক্রিয় হয় জাল টাকার কারবারিরা। এবারও রোজার শুরুতেই ঢাকায় তৎপর হয়ে উঠেছে জাল টাকা তৈরি চক্রের সদস্যরা। এমনই এক চক্রের সদস্যদের গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পুলিশ বলছে, ঈদকে সামনে রেখে চক্রটি বিপুল পরিমাণ জাল টাকা বাজারে ছাড়ার পরিকল্পনা করেছিল।
শনিবার (১১ মে) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (গাড়ি চুরি ও ছিনতাই প্রতিরোধ টিম) রফিকুল ইসলাম সারাবাংলাকে এ তথ্য জানান।
রফিকুল ইসলাম বলেন, শুক্রবার বিকেলে কামরাঙ্গীর চর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ৪৫ লাখ ৬৮ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়। একই সঙ্গে একটি ল্যাপটপ, ২টি প্রিণ্টার ও জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন, জীবন ওরফে সবুজ (২৮), জামাল উদ্দিন (৩২) ও বাবুল ওরফে বাবু (২৪)।
সহকারী কমিশনার বলেন, কামরাঙ্গীরচর থানার পূর্ব রসুলপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রথমে মোঃ জীবন ওরফে সবুজ জামাল উদ্দিনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের হেফাজতে থাকা ৭ লক্ষ জাল টাকা নোট উদ্ধার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সন্ধ্যায় চকবাজারের ইসলামবাগে একটি বাড়িতে অভিযান চালিয়ে ৩৮ লক্ষ ৬৮ হাজার টাকার জাল নোট ও বিপুল পরিমান জাল টাকা তৈরির সরঞ্জামাদিসহ বাবুল ওরফে বাবুকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া ওই তিনজন জানায়, তারা জাল টাকা তৈরি করে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরসহ দেশের জেলাগুলোতে লেনদেন করত। এবার ঈদে তারা কয়েক কোটি টাকা বাজারে ছাড়ার পরিকল্পনা করেছিল।
কামরাঙ্গীর চর থানায় বিশেষ আইনে মামলা করে এই তিন সদস্যকে আদালতে পাঠানো হয়েছে।
সারাবাংলা/ইউজে/জেডএফ