যাত্রাবাড়ীতে বিআরটিসির বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
১১ মে ২০১৯ ১৯:২৪
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় বিআরটিসি বাসের ধাক্কায় মামুন (৪০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। শনিবার (১১ মে) বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পৌনে ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, শনির আখড়া সোনটেক মহিলা মাদ্রাসার সামনে যাত্রীবাহী বিআরটিসি বাসের ধাক্কায় আহত হয় মোটরসাইকেল চালক মামুন। পরে পথচারীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
তিনি জানান, বাসটি জব্দ করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে।
নিহত মামুনের ভগ্নীপতি জাকির হোসেন জানান, মামুনের পিতার নাম আবু বক্কর। তার বাড়ি নারায়ণগঞ্জ সদরে। বংশাল সিদ্দিক বাজারে একটি দোকানে কাজ করতো সে। তিনি আরও জানান, আজই মোটর সাইকেলটি কিনেছিল মামুন। নতুন মোটরসাইকেল চালিয়ে বাসায় যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় মামুনের।
সারাবাংলা/এসএসআর/এমআই