Friday 25 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, পরিচয় জানে না কেউ


১৩ মে ২০১৯ ১১:৩৯

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুরে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ মে) ভোরে মারা যান আনুমানিক ৪০ বয়সী ওই নারী। তবে এখনও তার পরিচয় নিশ্চিত করা যায়নি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শামীম কবীর জানান, ভোররাতে টহল পুলিশের সদস্যরা রক্তাক্ত এক নারী মরদেহ হাসপাতালে নিয়ে যান। মরদেহের মাথার একাংশ থেঁতলে যাওয়া অবস্থায় ছিল। এছাড়া শরীরের বেশকিছু স্থানে দাগও ছিল। এসব দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, নিহত নারী সম্ভবত একজন বুদ্ধি প্রতিবন্ধী। বেশ কিছুদিন ধরে জাফরপুর এলাকায় তাকে দেখা গেলেও কেউ তার পরিচয় জানে না।

সারাবাংলা/এসএমএন

সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর