সহকারীকে ট্রাক চালাতে দেওয়াই কাল হলো মফিজুলের
১৫ মে ২০১৯ ১৪:২১
সাতক্ষীরা: সাতক্ষীরা বাইপাস সড়কে ট্রাক উল্টে চালকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মে) ভোরে শহরের কাছে কামন নগর-বকচরা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালকের নাম মফিজুল ইসলাম (৩৫)। তিনি শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনয়নের ভড়ভুড়িয়া গ্রামের মোহাম্মদ আলী গাইনের ছেলে।
মফিজুলের স্বজনরা জানান, কুষ্টিয়া থেকে পোলট্রি ফিড ভর্তি ট্রাকটি চালিয়ে সাতক্ষীরার শ্যামনগরে যাচ্ছিলেন তিনি। তবে সাতক্ষীরায় পৌঁছার আগেই তিনি ক্লান্ত হয়ে পড়েন। এ সময় তার সহকারী মামুনকে কিছুক্ষণ ট্রাক চালানোর দায়িত্ব দিয়ে তিনি পাশে বসেছিলেন।
ট্রাকটি বাইপাস সড়কের বকচরা মোড়ে পৌঁছলে উল্টো দিক থেকে আরেকটি ট্রাককে পাশ কাটাতে গেলে নিয়ন্ত্রণ হারান সহকারী। এতে ট্রাকটি রাস্তার ধারে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান চালক মফিজুল। সামান্য আহত হন সহকারী মামুন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ট্রাক খাদে পড়ার খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা মফিজুলের মরদেহ উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এসএমএন