Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরাক থেকে ফেরত নেওয়া হচ্ছে মার্কিন কর্মকর্তাদের


১৫ মে ২০১৯ ১৯:৫০

ইরাকে কর্মরত অধিকতর ‘কম গুরুত্বপূর্ণ’ কর্মকর্তাদের দেশে ফিরে আসতে নির্দেশ দিয়েছে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পার্শ্ববর্তী দেশ ইরানের সঙ্গে সম্পর্ক-অবনতির জের ধরে এই পদক্ষেপ নেওয়া হলো। খবর বিবিসির।

বাগদাদের মার্কিন দূতাবাস ও ইরবিলের কনস্যুলেট থেকে অনেক কর্মকর্তাদের যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ মে) মার্কিন সামরিক বাহিনী জানায়, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা-কর্মকর্তাদের ওপর ইরানপন্থী গোষ্ঠীগুলো হামলা চালাতে পারে। এই আশঙ্কা বেড়েছে।

বিজ্ঞাপন

ইসলামিক স্টেটের বিরুদ্ধে গঠিত আন্তর্জাতিক মিত্রবাহিনীর ডেপুটি কমান্ডার ক্রিস গিকা বলেন, মার্কিন সৈন্য ও মার্কিন মিত্রদের রক্ষা করতে এ পর্যন্ত যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে তা সন্তুষ্টিমূলক।

তবে ইরাকের প্রধানমন্ত্রী আবদেল আব্দুল মাহদি বলেছেন, ইরাকি নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। কারও উপর হামলা হতে পারে এধরনের হুমকি তারা খুঁজে পাননি।

সারাবাংলা/ এনএইচ

ইরাক যুক্তরাষ্ট্র-ইরান বিবাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর