Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানিদের জন্য বাংলাদেশের ভিসা বন্ধ


২০ মে ২০১৯ ২৩:৫৫ | আপডেট: ২১ মে ২০১৯ ১৮:২৩

ঢাকা:ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশি এক কূটনীতিকের ভিসা নবায়নে দেরি করার প্রতিবাদে পাকিস্তানিদের জন্য দেশের ভিসা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার (২০ মে) বাংলাদেশর পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

রাশিয়ান সংবাদ মাধ্যম স্পুটনিক সূত্রে জানা গেছে, পাকিস্তানের নাগরিকদের জন্য ভিসা ইস্যু করা বন্ধ রেখেছে ইসলামাবাদের বাংলাদেশ মিশন। তবে বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।

বিজ্ঞাপন

স্পুটনিক জানাচ্ছে, বাংলাদেশি এক কূটনীতিকের ভিসা নবায়নের বিষয় ঝুলিয়ে রাখার প্রতিবাদে ঢাকার ইসলামাবাদ মিশন পাকিস্তানের নাগরিকদের জন্য ভিসা ইস্যু কার্যক্রম বন্ধ রেখেছে।

ইসলামাবাদের এক কূটনৈতিক সূত্র বলছে, গত জানুয়ারিতে ভিসা নবায়নের জন্য বাংলাদেশ মিশনের প্রেস কাউন্সিলর মুহম্মদ ইকবাল হোসেন পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। কিন্তু পাকিস্তান দীর্ঘদিন সেই আবেদন ঝুলিয়ে রাখে। যার প্রতিবাদে পাকিস্তানি নাগরিকদের ভিসা না দেয়ার জন্য বাংলাদেশ মিশন এমন ‘কঠোর’ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।

সারাবাংলা/জেআইএল/টিএস

পাকিস্তান বাংলাদেশ ভিসা

বিজ্ঞাপন

বায়ু দূষণে ৩য় ঢাকা
৩০ এপ্রিল ২০২৫ ০৯:৪৫

আরো

সম্পর্কিত খবর