Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে অনুপ্রবেশ করা বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ


২২ মে ২০১৯ ১৪:৩৯

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চোষপাড়া সীমান্তের কাছে ভারতে অনুপ্রবেশ করায় এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (২২ মে) ভোররাতে চোষপাড়া সীমান্তের ৩৭৯ এর ৬-৭ সাব পিলার এলাকা থেকে মাহমুদ ওরফে ন্যাড়া মিস্টার (৪০) কে ধরে নিয়ে যায় বিএসএফ। মাহমুদ উপজেলার আমজানখোর ইউপির উত্তর চড়ইগেদী বেউরঝারী গ্রামের নিজামউদ্দিনের ছেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আকালু ডোঙ্গা জানান, বধুবার ভোরে চোষপাড়া সীমান্তের কলসীর মুখ এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন মাহমুদ। এ সময় ভারতের ১৭১-চাকলাগড় বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে নিয়ে যান।

ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম সাফিউন নবী বলেন, মাহমুদকে আটক করে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ। তবে তাকে ফিরিয়ে আনতে পতাকা বৈঠক ডাকা হয়েছে। বৈঠকের পর বিস্তারিত বলা যাবে।

এর আগে গত ৫ মে এই উপজেলার বেউরঝাড়ী সীমান্ত থেকে চড়ইগেদী গ্রামের আইন উদ্দিনের ছেলে হাবিলউদ্দিন হাবিল ও ১৬ মে হানিফ নামে আরেকজনকে রত্নাই সীমান্ত এলাকার জিরোলাইনে বিএসএফের হাতে আটক হন।

সারাবাংলা/এসএমএন

বাংলাদেশি বিএসএফ

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর