টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা বিক্রেতার মৃত্যু
২৩ মে ২০১৯ ১১:০৪
কক্সবাজার: কক্সবাজার টেকনাফের লম্বরি মেরিন ড্রাইভ ব্রিচ এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজনের মৃত্যু হয়েছে। পুলিশের দাবি নিহত মোহাম্মদ হানিফ (৩৮) একজন ইয়াবা বিক্রেতা।
বৃহস্পতিবার (২৩ মে) ভোরে এ বন্দুকযুদ্ধে ঘটনা ঘটে। নিহত হানিফ হ্নীলা নাটমুরা পাড়ার মৃত আবুল কাশেমের ছেলে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, চিহ্নিত মাদক বিক্রেতা মোহাম্মদ হানিফকে আটকের পর তার দেওয়া তথ্য অনুযায়ী ভোরে ইয়াবা উদ্ধারের জন্য লম্বরি মেরিন ড্রাইভ বিচ এলাকায় যান পুলিশ সদস্যরা। এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে হানিফের সহযোগিরা। পুলিশও পাল্টা গুলি চালায়। কিছু সময় ইয়াবা বিক্রেতারা পালিয়ে যায়। এসময় গুলিবিদ্ধ হয়ে মারা যান মো. হানিফ। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল থেকে তিনটি অস্ত্র, ১১ রাউন্ড গুলি ও ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি। এছাড়া তিনি আরও জানান, মাদক বিক্রেতাদের গুলিতে কনেস্টেবল আব্দুল শুক্কুর, মংথিন প্রো এবং জুয়েল বড়ুয়া আহত হয়েছেন।
সারাবাংলা/এসএমএন