আইন ও বিচার বিভাগের জন্য বরাদ্দ বেড়েছে ৭৫ কোটি
১৩ জুন ২০১৯ ২২:৩০
ঢাকা: আইন ও বিচার বিভাগের জন্য ২০১৯-২০ অর্থবছরে ১ হাজার ৬৫২ কোটি ২ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা চলতি অর্থবছর থেকে ৭৫ কোটি টাকা বেশি। এর মধ্যে সুপ্রিমকোর্টের জন্য প্রস্তাব করা হয়েছে ১৯৫ কোটি ৭৩ লাখ টাকা।
বৃহস্পতিবার (১৩ জুন) জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
প্রস্তাবিত এ বাজেটে আইন ও বিচার বিভাগের মধ্যে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে দরিদ্র জনগোষ্ঠীকে সরকারি খরচে আইনগত সহায়তাদানকারী জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাকে (লিগ্যাল এইড)।
লিগ্যাল এইডের জন্য গতবছরের থেকে প্রায় সাড়ে ৫ কোটি টাকা বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
আইন ও বিচার বিভাগের জন্য ১ হাজার ৬৫২ কোটি ২ লাখ টাকা বরাদ্দ প্রস্তাবের মধ্যে পরিচালন খাতে ১ হাজার ১৯৮ কোটি ৫২ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৪৫৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
অর্থমন্ত্রী তার বাজেট বক্তব্যে বলেছেন, মামলা ব্যবস্থাপনায় আরও গতিশীলতা আনার লক্ষ্যে ই-জুডিশিয়ারি কার্যক্রমের মাধ্যমে দেশের সকল আদালতকে আইসিটি নেটওয়ার্কের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের আধীনে সংঘটিত অপরাধের দ্রুত ও কার্যকর বিচার নিশ্চিত করার জন্য ঢাকায় একটি সাইবার ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। সাতটি বিভাগীয় শহরে আরও সাতটি সাইবার ট্রাইব্যুনাল গঠনের প্রক্রিয়া চলছে। আপিল বিভাগের সক্ষমতা বাড়ানোর জন্য আপিল বিভাগে ৪টি এবং হাইকোর্ট বিভাগে ৩০টি এজলাসসহ চেম্বার নির্মাণ ও সংস্কার করা হবে। সুপ্রিমকোর্টসহ অধস্তন আদালতসমূহের সকল কার্যক্রমকে অটোমেশন এবং নেটওয়ার্কের আওতায় আনা হবে। অধস্তন আদালতসমূহের বিচারধীন মামলার বর্তমান অবস্থা শুনানির তারিখ, ফলাফল এবং পূর্ণাঙ্গ রায় নিয়মিতভাবে ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
সারাবাংলা/এজেডকে/একে