অনশন ভাঙলেন ছাত্রলীগের পদবঞ্চিতরা
১ জুলাই ২০১৯ ২২:৩২
ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আশ্বাসে অনশন ভাঙলেন ছাত্রলীগের পদবঞ্চিতরা।
সোমবার (১ জুলাই) রাত আটটার দিকে ওবায়দুল কাদেরের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এসে পদবঞ্চিতদের আমরণ অনশন ভাঙান আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি।
পরে মারুফা আক্তারের নেতৃত্বে অনশনকারীদের ১০ জনের একটি প্রতিনিধি দল ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করতে আওয়ামী লীগ পার্টি অফিসে যান।
এ বিষয়ে অনশনকারী ও ছাত্রলীগের গত কমিটির কেন্দ্রীয় সদস্য তানভীর হাসান সৈকত সারাবাংলাকে বলেন, ‘আমরা আওয়ীমী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরে স্যারের আশ্বাসে অনশন ভেঙেছি। এখন আমরা পার্টি অফিসে আছি। এখানে আলোচনার পর আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত জানাব।’
সোমবার ছিল অনশনের চতুর্থ দিন। ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে গত শুক্রবার থেকে ছাত্রলীগের পদবঞ্চিতরা আমরণ অনশনে বসেন। এর আগে এক মাসেরও বেশি সময় তারা টানা অবস্থান কর্মসূচি পালন করেন। কিন্তু চার দফা দাবির পক্ষে কোনো আশ্বাস না মেলায় শুক্রবার আমরণ অনশন শুরু করেন তারা।
সারাবাংলা/কেকে/পিটিএম