Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে ‘ক্রসফায়ারে’ ১৭ মামলার আসামি নিহত


২ জুলাই ২০১৯ ১০:২১

গাজীপুর: জেলার কালিয়াকৈরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ লিয়ন নামে এক ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। তার বিরুদ্ধে খুন, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিসহ ১৭টি মামলা ছিল বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১ জুন) রাতে এ ঘটনা ঘটে। এতে পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলি ও একটি পিস্তল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, জয়দেবপুর থানার একটি হত্যা ও মাদক মামলায় গতকাল লিয়নকে কোনাবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়। রাতে তার দেওয়া তথ্য মতে উপ-পরিদর্শক (এসআই) রাসেলের নেতৃত্ব কালিয়াকৈর থানা পুলিশের একটি দল তাকে নিয়ে অস্ত্র এবং মাদক উদ্ধারে বিভিন্ন এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে সিনাবহ এলাকায় গেলে লিয়ন বাহিনী পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।

আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে পালিয়ে যাওয়ার সময় লিয়ন গুলিবিদ্ধ হয়। আহতাবস্থায় লিয়নকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন বলে জানায় পুলিশ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার জানান, নিহত সন্ত্রাসী লিয়নের বিরুদ্ধে খুন, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিসহ ১৭টি মামলা রয়েছে।

সারাবাংলা/এমও

গাজীপুর বন্দুকযুদ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর