প্রশ্নপত্রে সেফাতুল্লাহর নাম, রাজউকের সেই শিক্ষক বরখাস্ত
১০ জুলাই ২০১৯ ১৭:১৭
ঢাকা: ইন্টারনেট জগতে ‘বিতর্কিত’ ব্যক্তি সেফাতুল্লাহ সেফুদা’র ঘটনা প্রশ্নপত্রের উদ্দীপক অংশে আসায় রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের সহকারী শিক্ষক জাহিনুল হাসানকে বরখাস্ত করা হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও রাজউক কলেজের পরিচালনা পর্ষদের সদস্য মু. জিয়াউল হক বুধবার (১০ জুলাই) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই শিক্ষক জাহিনুল হাসান প্রশ্নপত্রটি প্রণয়ন করেন। গত ৪ জুলাই এই প্রশ্নপত্রে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের দশম শ্রেণির প্রাক নির্বাচনী পরীক্ষায় সেফাতুল্লাহ সেফুদাকে উদ্দীপক ধরে প্রশ্ন করা হলে তুমুল সমালোচনা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। পরে বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেন।
এর আগে, গত এপ্রিলে ঢাকার রামকৃষ্ণ মিশন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির বাংলা প্রথম পত্রের বহুনির্বাচনী প্রশ্নপত্রেও দুটি প্রশ্নের সম্ভাব্য উত্তরে পর্নো তারকার নাম থাকায় একজন শিক্ষককে বরখাস্ত করা হয়েছিল।
অস্ট্রিয়া প্রবাসী সেফাতুল্লাহ ইন্টারনেটে বিভিন্ন কুরুচিপূর্ণ ভিডিওর জন্য বিতর্কিত।
সারাবাংলা/টিএস/একে