ঢাকা থেকে ডেঙ্গু নিয়ে বান্দরবানে ভর্তি কলেজছাত্র
৩০ জুলাই ২০১৯ ১৫:২৩
বান্দরবান: ডেঙ্গু জ্বর নিয়ে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি হয়েছে রাজধানীর নটরডেম কলেজের প্রথম বর্ষের ছাত্র রেমিউ চিং মার্মা।
মঙ্গলবার (৩০ জুলাই) সকালে ঢাকা থেকে বান্দরবানে ফিরে হাসপাতালটিতে ভর্তি হয় সে। গত ছয়দিন ধরে সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত।
রেমিউ চিং মার্মার পিতা উথোয়াইচিং মার্মা জানান, তার ছেলে ঢাকার নটরডেম কলেজে লেখাপড়া করে। ৬ দিন আগে সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। এক পর্যায়ে শরীর বেশি খারাপ করায় সকালে বাড়ি ফিরে আসে। কিছুক্ষণ পরেই তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. প্রত্যুষ পল ত্রিপুরা জানান, ডেঙ্গু রোগের চিকিৎসার জন্য বান্দরবানে পর্যাপ্ত চিকিৎসক নেই। রয়েছে প্রয়োজনীয় সরঞ্জামের অভাবও। তারপরেও রোগী ভর্তি করেছেন তারা। তাকে সাধ্য অনুযায়ী ও গাইডলাইন অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে।