ফুলেল শ্রদ্ধায় ২১ আগস্ট স্মরণ আওয়ামী লীগের
২১ আগস্ট ২০১৯ ১১:২৮
ঢাকা: দেশের ইতিহাসের অন্যতম নৃশংস হত্যাকাণ্ড ২১ আগস্টের নিহতদের স্মরণ করেছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত বেদীতে জানানো হয়েছে ফুলেল শ্রদ্ধা।
বুধবার (২১ আগস্ট) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় ২১ আগস্ট হামলায় নিহতদের স্মরণে নির্মিত স্থায়ী বেদীতে।
সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, ড. কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবীর নানক ও আব্দুর রহমান উপস্থিত ছিলেন এসময়।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী ও এনামুল হক শামীম, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, সদস্য এসএম কামাল হোসেনসহ অন্যরা।
এরপর আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে একে একে শ্রদ্ধা জানানো হয় স্থায়ী বেদীতে। আওয়ামী যুবলীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের কেন্দ্রীয়, মহানগর ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শাখা ইউনিটগুলো একে একে শ্রদ্ধা জানায় ২১ আগস্ট নিহতদের প্রতি।
২১ আগস্ট স্মরণে বিকেল ৪টায় কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে আওয়ামী লীগ।
২১ আগস্ট ২১ আগস্ট গ্রেনেড হামলা ২১ আগস্ট নিহতদের প্রতি শ্রদ্ধা আওয়ামী লীগ আওয়ামী লীগের শ্রদ্ধা