Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাজার টাকারও কমে মিলছে এক কেজির ইলিশ!


২৩ আগস্ট ২০১৯ ০৯:১৭

ঢাকা: চলছে ইলিশের মৌসুম। আর এই মৌসুমে মাছের বাজার ভরে গেছে রূপালি ইলিশে। তবে দাম অন্যান্য সময়ে চেয়ে বেশ কম। বর্তমানে এক কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশও বিক্রি হচ্ছে হাজার টাকার নিচে। কোরবানির ঈদের পর বাজারে ইলিশের আমদানি বাড়লেও ক্রেতা সমাগম খুব একটা নেই। সেজন্য মাছের রাজা ইলিশ বেশ কম দামেই বিক্রি হচ্ছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) কারওয়ান বাজারে মাছের আড়ত ঘুরে এমন চিত্র দেখা গেছে।

দুপুরে গাড়ি নিয়ে ইলিশ কিনতে এসেছিলেন মালিবাগের বাসিন্দা মাহফুজ। এক কেজির একটু বেশি ওজনের আটটি ইলিশ কিনেছেন ৮ হাজার ৮০০ টাকায়। সারাবাংলাকে তিনি বলেন, ‘৯ কেজি ইলিশের দাম ৯ হাজার টাকার কম পড়েছে। দুই হালি ইলিশই পছন্দ হয়েছিল৷ আরও কিনতে চেয়েছিলাম। কিন্তু দুই হালিই নিয়ে নিলাম।’

বিজ্ঞাপন

৬০০ থেকে ৭০০ গ্রাম ওজনের এক হালি ইলিশ ১ হাজার ৪০০ টাকায় কিনেছেন মগবাজারের মহিউদ্দিন৷সারাবাংলাকে তিনি বলেন, ‘আমার হিসাবে ইলিশের দাম এখনও একটু বেশি আছে৷ আর একটু কম থাকা দরকার ছিল৷ এক হালি ইলিশ এক হাজার টাকায় কিনতে পারলে ভালো হতো।’

এদিকে বাংলামোটরের বাসিন্দা লিটন জানান, মাছের দাম এখনও বেশি৷গলিতে অর্থাৎ এলাকায় এর চেয়ে দাম কম। তবে বিক্রেতারা বলছেন, বাজারে ইলিশ মাছের দাম এখন খুবই কম।

সানোয়ার নামের এক বিক্রেতা বলেন, ‘সকাল থেকে বড় ইলিশ মাত্র ছয়টা বিক্রি করেছি। বড় ইলিশের দাম বেশি থাকায় চাহিদা কম। অথচ গত কয়েক বছরের চেয়ে এখন ইলিশের দাম খুবই কম৷’ বাজারে এবার এখন পর্যন্ত ক্রেতা কম রয়েছে বলেও জানান এই বিক্রেতা।

সাদেক আলী নামের আরেক বিক্রেতা ১ কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশ ১ হাজার ১০০ টাকা কেজিতে বিক্রি করতে চাচ্ছিলেন ক্রেতাদের কাছে৷সারাবাংলাকে এই বিক্রেতা বলেন, ‘দুপুরে আড়ত থেকে মাছ নিয়েছি। কম দামেই বিক্রি করে দেব। ১ হাজার ১০০ টাকা কেজি হলেও বিক্রি করব।’

বিজ্ঞাপন

কাওরান বাজারের আড়তদারদের দেওয়া তথ্যমতে, বর্তমানে এক কেজির বেশি ওজনের ইলিশ এক হাজার টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ৯০০ গ্রাম ওজনের ইলিশের হালি বিক্রি হচ্ছে ৩ হাজার ২০০ থেকে ৩ হাজার ৪০০ টাকায়। ৮০০ গ্রাম ওজনের ইলিশের হালি ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ টাকা এবং ৬০০ গ্রাম ওজনের ইলিশ ১ হাজার ৬০০টাকা থেকে ১ হাজার ৭০০ টাকা হালিতে বিক্রি হচ্ছে৷

এদিকে খুচরা বাজারে শহরের অলিতে গলিতে ৬০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ ৬০০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে৷

কারওয়ান বাজারের ইলিশের আড়তদার গাজী হিরু অ্যান্ড ফিরোজ ব্রাদার্সের পরিচালক গাজী আল মামুন সারাবাংলাকে বলেন, ‘এখন ইলিশের ভরা মৌসুম চলছে। সেজন্য ইলিশের দাম ঈদের আগের চেয়ে অনেক কম। প্রতিকেজি ইলিশ এখন ঈদের আগের চেয়ে ৫০০ টাকা কমে বিক্রি হচ্ছে।’

ছবি: হাবিবুর রহমান

ইলিশ ইলিশ মাছ ইলিশের দাম ইলিশের মৌসুম

বিজ্ঞাপন
সর্বশেষ

সিনিয়র সাংবাদিক বদিউল আলম আর নেই
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩১

সম্পর্কিত খবর