Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেসবুকে রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে যুবক গ্রেফতার


২৫ আগস্ট ২০১৯ ১৭:৫২

চট্টগ্রাম ব্যুরো: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে চট্টগ্রামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

শনিবার (২৪ আগস্ট) রাতে নগরীর আকবর শাহ থানার একে খান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. রাহিদুল ইসলাম রাহাত (২২) ভোলার বোরহান উদ্দিন উপজেলার হাসান নগর গ্রামের মো. তছলিম মুন্সীর ছেলে।

র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক এএসপি মো. মাশকুর রহমান সারাবাংলাকে বলেন, ‘রাহাত কবির’ নামে একটি ফেসবুক আইডি থেকে ক্রমাগত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছিল। রাষ্ট্রের বিরুদ্ধেও উসকানিমূলক বিভিন্ন ছবি ও ভিডিও লিংক প্রচার করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছিল। আমরা অনুসন্ধানে জেনেছি, রাহিদুল ইসলাম রাহাত এই ফেসবুক অ্যাকাউন্ট পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আমরা গ্রেফতার করেছি।’

গ্রেফতারের পর রাহাতের কাছ থেকে জব্দ মোবাইলে সংরক্ষিত রাষ্ট্রবিরোধী অনেক উপাদান পাওয়া গেছে। এদিকে রাহাতের বিরুদ্ধে আকবর শাহ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা মাশকুর।

গ্রেফতার ফেসবুক যুবক রাষ্ট্রবিরোধী প্রচারণা

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর