Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সন্ত্রাসী হামলায় সেনাসদস্যের মৃত্যুর ঘটনায় মামলা


২৬ আগস্ট ২০১৯ ২১:১৪

রাঙ্গামাটি: রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় সেনা টহলে সন্ত্রাসী হামলায় এক সেনাসদস্যের মৃত্যুর আটদিন পর এ ঘটনায় মামলা করা হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায় রাজস্থলী থানার উপ-পরিদর্শক (এসআই) এরশাদ মিয়া বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহম্মদ বলেন, ‘থানার এসআই এরশাদ মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলাটি রুজু করা হয়েছে। মামলা নং- ২, তারিখ ২৬ আগস্ট, ২০১৯। তবে মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাত আসামি দেখানো হয়েছে, তবে অজ্ঞতার সংখ্যা নিদিষ্ট নয়।’

রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের গুলিতে সেনাসদস্য নিহত

উল্লেখ্য, গত ১৮ আগস্ট সকাল ১০টার দিকে রাজস্থলী আর্মি ক্যাম্প থেকে চার কিলোমিটার দক্ষিণে পোয়াইতুমুখ এলাকায় সেনাবাহিনীর একটি নিয়মিত টহলের ওপর সন্ত্রাসীরা অতর্কিত গুলিবর্ষণ শুরু করে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীদের গুলিতে মো. নাসিম নামে এক সৈনিক গুলিবিদ্ধ হন। পরে তাকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

রাজস্থলী সন্ত্রাসী হামলা সেনাসদস্যের মৃত্যু


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর