Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় সাপের কামড়ে নারীর মৃত্যু


৩০ আগস্ট ২০১৯ ১৭:০৩

নওগাঁ: নওগাঁর সাপাহার উপজেলায় সাপের কামড়ে নূরজাহান আক্তার (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) সকালে উপজেলার কলমুডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।

নূরজাহান ওই গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী। সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে নূরজাহান মাটি দিয়ে বাড়ি লেপার কাজ করছিলেন। ঘরের কোণায় একটি ফাটল দেখে সেটা বন্ধ করতে গেলে একটি বিষাক্ত সাপ নূরজাহানের ডান হাতে কামড় দেয়। প্রথমে ওঝা ডাকে পরিবারের সদস্যরা। রোগীর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় দুপুর ২টার দিকে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সে সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

সাপের কামড়ে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর