Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যুতের খুঁটি ভেঙে খাদে পড়ল ‘বেপরোয়া’ বাস, নিহত ১


৯ সেপ্টেম্বর ২০১৯ ১৩:১৪

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন। যাত্রীদের অবিযোগ, চালকের বেপরোয়া আচরণই এই দুর্ঘটনার কারণ।

সোমবার (৯ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকা-ঠাকুরগাঁও মহসড়কের হাজির মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ঠাকুরগাঁও হাইওয়ে পুলিশের উপপরিদর্শক পরিদর্শক নাজমুল জানান, রোববার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ার উদ্দেশে ঢাকার উত্তরা থেকে ছেড়ে আসে হানিফ এন্টারপ্রাইজের বাসটি। বাসটির যাত্রীরা অভিযোগ করেছেন যে, শুরু থেকেই চালক অতিরিক্ত গতিতে বাস চালাচ্ছিলেন। ভোরের দিকে ঠাকুরগাঁওয়ে পৌঁছার পর হাজীর মোড় এলাকার একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয় বাসটি। এতে খুঁটিটি ভেঙে পড়ে ও সড়কের পাশের রেলিং ভেঙে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। তবে খাদের পাশে থাকা গাছে আটকে যাওয়ায় সেটি নিচে পড়ে যায়নি। এতে এক নারী যাত্রীর মৃত্যু হয়, আহত হন অন্তত ২০ যাত্রী। তবে চালক পালিয়ে যায়।

আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

 

টপ নিউজ বাস খাদে বিদ্যুতের খুঁটি ভেঙে যাত্রীবাহী বাস খাদে

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর