ঋণের সুদ হার কমাতে ৭ সদস্যের কমিটি
১ ডিসেম্বর ২০১৯ ২২:১৩
ঢাকা: ব্যাংক ঋণের সুদ হার কমাতে বাংলাদেশ ব্যাংকের সিনিয়র ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামানকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্ম দিবসের মধ্যে ব্যাংক ঋণের সুদ হার কমানোর প্রক্রিয়ার বিষয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় গভর্নর ফজলে কবির এ কমিটি গঠন করেন। তবে কমিটি চাইলে সদস্য সংখ্যা বাড়াতে পারবে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ব্যাংক ঋণের সুদের হার কমাতে বাংলাদেশ ব্যাংকের সিনিয়র ডেপুটি গর্ভনর এস এম মনিরুজ্জামানকে আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সাত সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন- অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত, স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওবায়েদ উল্লাহ্ আল্ মাসুদ, এবিবি চেয়ারম্যান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান, আইএফআইসি ব্যাংকের এমডি শাহ আলম সারওয়ার এবং এনআরবি ব্যাংকের এমডি মো. মেহমুদ হোসেন।