Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘টোলের টাকায় সড়ক সংস্কার করতে হবে’


১৯ ডিসেম্বর ২০১৯ ১৫:৫৬

ফাইল ছবি

ঢাকা: প্রতিটি মহাসড়কে টোল আদায়ের ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, টোলের টাকা দিয়েই সড়ক সংস্কারের ব্যবস্থা করতে হবে। সড়ক সংস্কারে সরকারের পক্ষ থেকে প্রতিবছর বিপুল পরিমাণে টাকা দেওয়া সম্ভব হবে না।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ‘মহাসড়কের লাইফ টাইম: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য একাব্বর হোসেন, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক এসডিজিবিষয়ক সমন্বয়ক আবুল কালাম আজাদ।

আরও পড়ুন- পর্যাপ্ত সড়ক সংস্কারে নেই পর্যাপ্ত বরাদ্দ

একনেকের প্রায় প্রতিটি সভায় সড়ক প্রকল্প নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘অর্থায়ন ও বাস্তবায়নের সক্ষমতা বিবেচনা করে নতুন প্রকল্প নিতে হবে।’ এ সময় চলমান প্রকল্পগুলো টেকসইভাবে বাস্তবায়নের পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, ‘কাজের সংখ্যা না বাড়িয়ে গুণগত মান বাড়াতে হবে। আমরা চাই, আপনারা দক্ষ জনবলের কাছে কাজ দেন। তাহলে মানসম্মত কাজ পাওয়া যাবে। আপনারা এক কোম্পানিকে একাধিক কাজ দেন। একাধিক কাজ দেওয়ার ফলে ওই কোম্পানিগুলো বিভিন্ন সময় অনেক কাজ আটকে দেয়। এ জন্য এক কোম্পানিকে বার বার কাজ দেওয়া যাবে না। কোনো কোম্পানি কাজ নিয়ে গাফিলতি করলে শাস্তির ব্যবস্থা করতে হবে।’

বিজ্ঞাপন

মন্ত্রী আরও বলেন, টেকসই সড়ক নির্মাণের লক্ষ্যে বিদেশি দক্ষ ঠিকাদারকে কাজ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। দেশি কোম্পানিগুলোর জন্য তাদেরকে কাজ দেওয়া হয়নি।’

মুস্তফা কামাল বলেন, ‘সড়কের অবস্থা ভালো না থাকায় জনপ্রতিনিধিরা নির্বাচনি এলাকায় যেতে পারেন না। এলাকার লোকজন নির্বাচিত জনপ্রতিনিধিদের গালি দেয়।’

গাড়ির জন্য অটোমেটিক টোল সিস্টেম চালুর পরামর্শ দিয়ে অর্থমন্ত্রী বলেন, প্রতিটি গাড়ির জন্য প্রিপেইড মিটারের ব্যবস্থা করতে হবে। নির্দিষ্ট সীমা পার হলে স্বয়ংক্রিয়ভাবে বিল পরিশোধ হবে। ফলে টোলপ্লাজায় কোনো যানজট হবে না।

সেমিনারে বিদ্যু ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘বেস্ট রোড তৈরি করেছে সিঙ্গাপুর। তেল বাদ দিয়ে পরিবহন সেক্টর যদি বিদ্যুতে চলে যায় তাহলে বছরে ২ বিলিয়ন ডলার সাশ্রয় হবে। বিশ্বের অনেক দেশের পরিবহন সেক্টর বিদ্যুতে চলে যাচ্ছে। শুধু আমরাই পারছি না।’

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ‘বলা হয় বৃষ্টির কারণে রাস্তাঘাট নষ্ট হয়- এর কোনো ভিত্তি নেই। মালয়েশিয়ায় সারাবছর বৃষ্টি হয়, কিন্তু সেখানে তো রাস্তা টেকসই। আমরা কেন এখনও কংক্রিটের রাস্তা নির্মাণ করছি না। কংক্রিটের রাস্তা নির্মাণের কথা প্রধানমন্ত্রী অনেকবার বলেছেন। পাশের দেশ ভারতের রাস্তাঘাটও অনেক টেকসই। আগে দক্ষ জনবল তৈরি করতে হবে। এর পাশাপাশি কীভাবে সড়ক টেকসই করা যায় সে বিষয়ে গবেষণা করতে হবে।’

প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক এসডিজি বিষয়ক সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, ‘যারা সড়ক নির্মাণ করে রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদেরকেই দেওয়া উচিত। এটা করা হলে একদিকে কাজের মান ভালো হবে, অন্যদিকে রক্ষণাবেক্ষণ নিয়ে ভাবনাও কমে আসবে।’

অর্থমন্ত্রী টোলের টাকা সড়ক সংস্কার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর