Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাম্পকে সরাতে নিজের সব অর্থ ব্যয় করতে প্রস্তুত ব্লুমবার্গ


১৩ জানুয়ারি ২০২০ ১১:১৫ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২০ ১১:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রতিদ্বন্দ্বী ধনকুবের মাইকেল ব্লুমবার্গ বলেছেন, ২০২০ সালের নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউজ থেকে সরাতে তার সব অর্থ ব্যয় করতে প্রস্তুত আছেন। রোববার (১২ জানুয়ারি) রয়টার্সের সাথে আলাপকালে তিনি এই কথা জানিয়েছেন।

ব্লুমবার্গের এই মন্তব্যের প্রেক্ষিতে ডেমোক্রেট দলের মনোনয়ন প্রত্যাশী মার্কিন সিনেটর এলিজাবেথ ওয়ারেন জানিয়েছেন, ব্লুমবার্গ অর্থের বিনিময়ে আমেরিকার গণতন্ত্র কিনে নেওয়ার কথা ভাবছেন।

এই অভিযগের প্রেক্ষিতে ব্লুমবার্গ বলেছেন, ‘তারা নিজেরা যা করতে পারছে না, তা আমি কেন করছি এরকম একধরনের ঈর্ষা থেকেই তারা আমার বিরুদ্ধে কথা বলছে, এখানে নীতিগত কোনো সমস্যা নেই’।

বিজ্ঞাপন

এদিকে, ফোর্বস ম্যাগাজিনের মতে আমেরিকানদের মধ্যে অষ্টম শীর্ষ ধনী ব্লুমবার্গ ডেমোক্রেট দলের অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের তুলনায় এক বছর পর নির্বাচনি প্রচারণা শুরু করেছেন। কিন্তু তার পক্ষে জনমত গড়ে উঠেছে সামাজিক যোগাযোগের মাধ্যমকে কেন্দ্র করে। ব্যবহারকারীদের মধ্যে অনেকেই মন্তব্য করেছেন, ট্রাম্পকে সরানোর ক্ষমতা একমাত্র ব্লুমবার্গেরই আছে।

ডেমোক্রেট দলের ছয়টি বিতর্ক অনুষ্ঠিত হওয়ার পর প্রেসিডেন্ট নির্বাচন দৌড়ে নাম লেখানো ব্লুমবার্গ ডেমোক্রেট শিবিরের পঞ্চম প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছেন। তার ওপরে রয়েছেন জো বাইডেন, বার্নি স্যান্ডার্স, এলিজাবেথ ওয়ারেন, পিটি বুট্টিগেইগ।

 

টপ নিউজ ডোনাল্ড ট্রাম্প মাইকেল ব্লুমবার্গ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর