কুড়িগ্রামে বিএসএফের গুলিবিদ্ধ নিখোঁজ বাংলাদেশির মরদেহ উদ্ধার
১ ফেব্রুয়ারি ২০২০ ২০:৩৯
কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পাখিউড়া সীমান্তে এক বাংলাদেশি কিশোরকে গুলিকরে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।
শনিবার (১ ফেব্রুয়ারি) ভোরে ভারত থেকে গরু আনতে যাওয়া জামাল (২১) নামে এক কিশোরকে লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ সদস্যরা। এ ঘটনার পর গুলিবিদ্ধ জামালকে তার পরিবারের লোকজন উদ্ধার করে মামলা এড়ানোর ভয়ে লুকিয়ে রাখে। পরে বিকেলে জামালের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে বিজিবি।
স্থানীয়রা জানায়, শনিবার ভোরে পাখিউড়া সীমান্ত পথে গরু চোরাচালান করতে গিয়ে জামাল গুলিবিদ্ধ হয়। ঘটনার পরপরই গুলিবিদ্ধ জামালকে নিয়ে তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে গা ঢাকা দেয়। পরে অনেক খোঁজাখুঁজির পর বিকেলে তার বাড়ি তল্লাসি করে লাশ উদ্ধার করা হয়।
তবে জামালের পরিবারের দাবি, বিএসএফের গুলিতে গুরুতর আহত জামালকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।
নিহত জামাল নারায়নপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মন্ত্রীর চর গ্রামের লুৎফর রহমানের ছেলে বলে জানিয়েছেন ইউপি সদস্য শাহাদৎ।
কুড়িগ্রাম ২২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মোহাম্মদ জামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।