Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যাপে যান্ত্রিক ত্রুটি: আইওয়া ককাসের ফলপ্রকাশ বিলম্বিত


৪ ফেব্রুয়ারি ২০২০ ১৪:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আগ্রহী ডেমোক্রেট প্রার্থীরা

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে ডেমোক্রেটদের প্রার্থী নির্বাচনের প্রথম ধাপ আইওয়া ককাসের নির্বাচনী ফলাফল ভোট গণনা অ্যাপের যান্ত্রিক ত্রুটির কারণে প্রকাশে বিলম্ব হচ্ছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে বিবিসি।

এর আগে, আইওয়া অঙ্গরাজ্যের ১৬০০ স্কুল, লাইব্রেরি ও চার্চে ভোটাধিকার প্রয়োগ করেছেন ভোটাররা।

এ ব্যাপারে আইওয়া অঙ্গরাজ্যের ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, কিছু অভিযোগের ভিত্তিতে আইওয়া ভোটের ফলাফল স্থগিত রাখা হয়েছে, শীগগিরই ত্রুটিমুক্ত ফলাফল ঘোষণা করবে পার্টি। ফলাফল এখনও ঘোষণা করা না হলেও, অনেক প্রার্থী দাবি করছেন তারা এগিয়ে আছেন।

বিজ্ঞাপন

ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স অভ্যন্তরীণ ক্যাম্পেইন ডাটার ভিত্তিতে নিজেকে পিট বোটেজিজের চেয়ে বেশী ভোট পেয়ে শীর্ষস্থানে রয়েছেন বলে দাবি করেছেন।

অপরদিকে, পিট বোটেজিজও নিজেকে আইওয়াতে বিজয়ী দাবি করে বলেছেন, এখন তার চোখ নিউ হ্যাম্পশায়ারের বিজয়ের দিকে।

তবে, ডেমোক্রেট দলের আইওয়া অঙ্গরাজ্যের মুখপাত্র ম্যান্ডি ম্যাকক্লোর জানিয়েছেন, ভোট গণনার অ্যাপে কিছু যান্ত্রিক ত্রুটির কারণে তিন সেট ফলাফল অনিয়মিতভাবে তাদের হাতে এসেছে সে কারণেই তারা ফলাফল প্রকাশে কিছুটা সময় নিচ্ছেন।

আইওয়া ককাস টপ নিউজ পিট বোজেসিস বার্নি স্যান্ডার্স মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর