Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘করোনাভাইরাসে আক্রান্তের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না’


৬ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৪৮

ঢাকা: বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সচেতনতামূলক প্রতিরোধ ব্যবস্থা নিয়ে করোনাভাইরাস মোকাবিলা করতে হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। তিনি বলেন, ‘করোনায় বাংলাদেশ যে আক্রান্ত হবে না সে সম্ভাবনা কোনোভাবেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই আগে থেকেই বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে প্রয়োজন সচেতনতা।’

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে করোনা ভাইরাস প্রতিকার করণীয় এক সায়েন্টিফিক সেমিনারে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ডিএসসিসির মেয়র সাঈদ খোকন বলেন, ‘চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গভীর। আমরা নিত্য প্রয়োজনীয় যা কিছু ব্যবহার করছি সব চায়নার। ৯০ শতাংশের বেশি চায়নার জিনিসপত্র ব্যবহার করি আমরা। এমনকি আমাদের সবচেয়ে বড় যে প্রজেক্ট পদ্মা সেতু, সেটিও কিন্তু চায়নারা তৈরি করছে। এজন্য চাইনিজদের সঙ্গে আমাদের সবচেয়ে বেশি যোগাযোগ রয়েছে। তবে সে তুলনায় ঢাকা কিংবা বাংলাদেশ এখনও আক্রান্ত হয়নি। তবে আক্রান্তের সম্ভাবনা কোনভাবেই উড়িয়ে দেওয়া যায় না। এ বাস্তবতাকে সামনে রেখে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকরা যেভাবে পরামর্শ দিয়েছেন আমরা সেগুলো মেনে চলে এটিকে মোকাবিলা করব।’

তিনি আরও বলেন, ‘যদি কোনোভাবেই এটি বাংলাদেশে এসে যায়, তবে ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি হবে। তাই আমরা চাই না এমন পরিস্থিতির শিকার হয়। এজন্য আগে থেকেই আমাদের চিকিৎসকদের পরামর্শে অনুযায়ী সচেতনমূলক প্রতিকার ব্যবস্থা নিতে হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে এসমস্ত বালা-মসিবত থেকে তিনি আমাদের রক্ষা করেন।’

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘করোনাভাইরাস নিয়ে আতংকিত না হয়ে প্রতিরোধের বিষয়ে জোর দিতে হবে। কারণ প্রতিরোধই প্রতিকার। তাই আমরা যদি প্রতিরোধে মনোযোগ দিই তাহলে প্রতিকারের বাড়তি কোনো কিছুর প্রয়োজন হবে না। সুতরাং এ রোগের প্রতিকারের চেয়ে প্রতিরোধ অতিগুরুত্বপূর্ণ। এখন শুধু প্রয়োজন আমাদের সচেতনতা।’

বিজ্ঞাপন

সম্মেলনৈ ডিএসসিসির সিইও শাহ মো. ইমদাদুল হক, ডিএসসিসি ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদ, অধ্যাপক ডা. আতিকুর রহমান, অধ্যাপক ডা. শামীম আহমেদ, অধ্যাপক ডা. আফজালুন নেসা, অধ্যাপক ডা. হারিসুল হক ও বিভিন্ন হাসপাতালে কর্মরত পরিচালকরা অংশ নেন।

করোনাভাইরাস ডিএনসিসি মেয়র সাঈদ খোকন সচেতনতামূলক প্রতিরোধ

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর