Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেলায় ‘দুর্বৃত্তের’ হামলায় আসবাবপত্র বিক্রেতার মৃত্যু


১৭ ফেব্রুয়ারি ২০২০ ১৬:২০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ওরশ ‍উপলক্ষে আয়োজিত মেলা থেকে মোহাম্মদ জামাল (৫০) নামে এক আসবাবপত্র বিক্রেতার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। একদল দুর্বৃত্তের হামলায় তার মৃত্যু হয়েছে বলে তথ্য পেয়েছে পুলিশ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) গভীর রাতে চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের নলান্দা এলাকায় গরীব আলী শাহ মাজারের পাশের মেলা থেকে জামালের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

মোহাম্মদ জামাল নরসিংদী জেলার বেলাবো থেকে মেলায় কাঠের তৈরি আসবাব বিক্রি করতে এসেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পটিয়া থানার কোলাগাঁও ফাঁড়ির পরিদর্শক কায়সার হামিদ সারাবাংলাকে জানান, গরীব আলী শাহ মাজারের বার্ষিক ওরস উপলক্ষে মেলায় দোকান দিয়েছিলেন জামাল। মেলা শেষ হওয়ার পর তিনিসহ কয়েকজন দোকান গুটিয়ে নেননি। ত্রিপল টাঙিয়ে আসবাব বিক্রি অব্যাহত রেখেছিলেন।

কায়সার হামিদ আরও জানান, রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে কয়েকজন দুর্বৃত্ত তাদের দোকানে যায়। এ সময় জামালের সঙ্গে কথা কাটাকাটির জেরে তাকে মারধর করে। এতে ঘটনাস্থলেই জামালের মৃত্যু হয়। তার মৃতদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃতদেহের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

আসবাবপত্র ওরশ দুর্বত্ত মৃত্যু মেলা হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর