নির্বাচিত হলে ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করে দেবেন ব্লুমবার্গ
১৯ ফেব্রুয়ারি ২০২০ ১৮:৫৮
যে সব প্রতিষ্ঠান মাইক ব্লুমবার্গকে ধনকুবের হিসেবে প্রতিষ্ঠা এনে দিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে পারলে সে সব প্রতিষ্ঠান বিক্রি করে দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন দলের মনোনয়ন প্রত্যাশী এই ডেমোক্রেট। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ব্লুমবার্গের উপদেষ্টা টিম ওব্রেইনের বরাতে এ খবর জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস।
১৯৮০ সালে নিজের নামে কয়েকটি অর্থনৈতিক ডাটা ও মিডিয়া প্রতিষ্ঠান গড়ে তোলেন ব্লুমবার্গ। তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে এই প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষ একটি ট্রাস্টের হাতে তুলে দেবেন তিনি। ট্রাস্টিরা ওই প্রতিষ্ঠান বিক্রি করে দিয়ে সমুদয় অর্থ জলবায়ু আন্দোলন, গনস্বাস্থ্যের উন্নয়ন এবং আমেরিকার শহর উন্নয়নে ব্যয় করবেন।
টিম ওব্রেইন জানিয়েছেন, এই সম্পদ বিক্রির ক্ষেত্রে তিনি একমাত্র বিধিনিষেধ দিয়েছেন যে, কোনো বিদেশী ক্রেতার কাছে তার প্রতিষ্ঠান বিক্রি কয়রা যাবে না।
ওব্রেইন অ্যাসোসিয়েটেড প্রেসকে আরও জানিয়েছেন, অর্থনৈতিক প্রতিষ্ঠানের ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের সম্পূর্ণ বিপরীতে অবস্থান করতে চান ব্লুমবার্গ। আর তার নির্বাচনে জয়ী হওয়ার জন্য এটাই সবচেয়ে বড় শক্তি।
প্রসঙ্গত, নভেম্বর থেকে মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচনি দৌড় শুরু করেছেন মাইক ব্লুমবার্গ। ইতোমধ্যেই তিনি নির্বাচনি বিজ্ঞাপন তৈরিতে ৪০০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে ফেলেছেন। যেখানে ৬০ মিলিয়ন মার্কিন ডলার ছিল লক্ষ্যমাত্রা। তবে, ব্লুমবার্গ নির্বাচনি কাজে এখন পর্যন্ত তার ব্যক্তিগত তহবিল ই ব্যবহার করছেন।
টিম ওব্রেইন মাইক ব্লুমবার্গ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০