Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জি কে শামীমের স্ত্রীকে দুদকের জিজ্ঞাসাবাদ


৪ মার্চ ২০২০ ১৫:৫৫

ঢাকা: যুবলীগ নেতা ও ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের স্ত্রী শামীমা সুলতানাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৪ মার্চ) সকাল থেকে তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল।

জি কে শামীমের অবৈধ সম্পদের উৎস সম্পর্কে জানতে তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে দুদক সূত্রে জানা গেছে।

ক্যাসিনো বিরোধী অভিযানের সময় গ্রেফতার হওয়া জি কে শামীমের কার্যালয় থেকে তার মায়ের নামে ১৬৫ কোটি ২৭ লাখ ৬৫ হাজার টাকার এফডিআরের কাগজপত্র জব্দ করা হয়। এ ছাড়া নগদ ১ কোটি ৮১ লাখ ২৮ হাজার টাকা এবং ৭ লাখ ৪৭ হাজার টাকার সমপরিমাণ মার্কিন ডলারও জব্দ করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এর একমাস পর দীর্ঘ অনুসন্ধান শেষে জি কে শামীমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাহউদ্দিন। মামলায় জি কে শামীমের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার ৫৫১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। একই মামলায় শামীমের মা আয়েশা আক্তারকেও আসামি করা হয়।

মামলার তদন্ত করতে গিয়ে শামীম ও তার মায়ের আরও সম্পদের তথ্য আসে দুদকের হাতে। বিভিন্ন ব্যাংকে জমা পাওয়া যায় ৩২৪ কোটি ৫৬ লাখ ৩৮ হাজার টাকা। আর জায়গা-জমি-বাড়ি-ফ্ল্যাট মিলিয়ে ৪০ কোটি ৯৯ লাখ টাকার সম্পদের তথ্য-প্রমাণ পাওয়া যায়।

আরও পড়ুন
মাদক মামলায় জি কে শামীম ও খালেদের চার্জশিট গ্রহণ
জি কে শামীমের কাজ পাওয়ার বিষয় খতিয়ে দেখবে মন্ত্রণালয়
জি কে শামীমের চার সহযোগীকে কেন জামিন নয়: হাইকোর্ট
জি কে শামীম ও তার ৭ সহযোগীর বিচার শুরু
দুর্নীতির মামলায় জি কে শামীম ও খালেদ কারাগারে
জি কে শামীম ফের রিমান্ডে
জি কে শামীমের ব্যাংক হিসাব জব্দই থাকছে
দ্বিতীয় দিনে দুদকে জি কে শামীম, জিজ্ঞাসাবাদ চলছে
জি কে শামীমকে জিজ্ঞাসাবাদ করছে দুদক
ছাত্রলীগ নেতা হত্যা মামলায় জি কে শামীমকে আসামি করতে চায় পরিবার
জি কে শামীম ও খালেদের বিরুদ্ধে দুদকের মামলা

 

ক্যাসিনোকাণ্ড জি কে শামীম টপ নিউজ ঠিকাদার দুদক দুর্নীতি দমন কমিশন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর