প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন এলিজাবেথ ওয়ারেন
৫ মার্চ ২০২০ ২২:২৩
২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দল থেকে মনোনয়ন প্রত্যাশীদের প্রেসিডেনসিয়াল প্রাইমারি থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন ম্যাসাচুসেটসের উদার বামপন্থি সিনেটর এলিজাবেথ ওয়ারেন।
সুপারটিউসডেতে আশানুরূপ ফলাফল না পাওয়ায় বৃহস্পতিবার (৫ মার্চ) প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তিনি। খবর বিবিসি।
৭০ বছর বয়সী এই সিনেটর সরে দাঁড়ানোয়, নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্রেট দল থেকে অবশিষ্ট রইলেন ৭৭ বছর বয়সী সাবেক ভাইসপ্রেসিডেন্ট জো বাইডেন ও ৭৮ বছর বয়সী ভারমন্টের বামঘেঁষা সিনেটর বার্নি স্যান্ডার্স।
এ ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটার বার্তায় এলিজাবেথ ওয়ারেনকে কটাক্ষ করে বলেছেন, নিজের রাজ্যে বার্নি স্যান্ডার্সের কাছে হারার পর, প্রার্থিতা প্রত্যাহারে তিন দিন অনেক বেশি সময়।
Elizabeth “Pocahontas” Warren, who was going nowhere except into Mini Mike’s head, just dropped out of the Democrat Primary…THREE DAYS TOO LATE. She cost Crazy Bernie, at least, Massachusetts, Minnesota and Texas. Probably cost him the nomination! Came in third in Mass.
— Donald J. Trump (@realDonaldTrump) March 5, 2020
এদিকে, জুলাইয়ে ডেমোক্রেটদের কনভেনশন থেকে দলের প্রার্থী হিসেবে একজনকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে। সেখানে মনোনীত প্রার্থীর সমর্থনে দরকার হবে ১৯৯০ জন ডেলিগেট।
প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে একজন নারী প্রেসিডেন্ট না থাকার অপূর্ণতা, এবারও ঘুচলো না।
এলিজাবেথ ওয়ারেন জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প বার্নি স্যান্ডার্স মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০