নির্বাচনের আগে ১০ হাজার ডাক্তার নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী
২৬ ফেব্রুয়ারি ২০১৮ ২০:১২
সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আরও ১০ হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সোমবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, ‘সরকার দেশের স্বাস্থ্য সেবাখাতকে আরও শক্তিশালী করতে চায়। ১৬ কোটি মানুষের চাহিদার কথা মাথায় রেখে আগামী নির্বাচনেরে আগেই আরও ১০ হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হবে।’
এর আগে গেল সপ্তাহের শেষ কর্মদিবসে এ সংক্রান্ত এক সরকারি সিদ্ধান্ত অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব ডাক্তারদের বিশেষ বিসিএসের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে সে সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম জানান, পর্যায়ক্রমে তাদের নিয়োগ দেওয়া হবে। তৃণমূলের মানুষের স্বাস্থ্য সেবা সঠিকভাবে নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত তিন বছরে বিসিএসের মাধ্যমে প্রায় সাত হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়।
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে প্রায় ৭৫ হাজার নিবন্ধিত ডাক্তার থাকলেও স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে সরকারি চাকরিতে আছেন মাত্র ২২ হাজারের মতো।
সারাবাংলা/এমএস/আইজেকে