Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুসংহত বাইডেন, পেরে উঠছেন না স্যান্ডার্স


১১ মার্চ ২০২০ ১৯:০০ | আপডেট: ১১ মার্চ ২০২০ ২২:০২

মিশিগানসহ চার অঙ্গরাজ্যে বড় জয় তুলে নিয়ে নিজের অবস্থান সংহত করলেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থিতার দৌড়ে এগিয়ে গেলেন অনেকটাই। পিছিয়ে পড়লেন বাইডেনের প্রতিদ্বন্দ্বী ভারমন্ট সিনেটর বার্নি স্যান্ডার্স। মঙ্গলবারের (১০ মার্চ) প্রাইমারিতে ছয় অঙ্গরাজ্যে ভোট হয়। এর মধ্যে ব্যাটলগ্রাউন্ড মিশিগান, মিসৌরি, মিসিসিপি ও আইডাহো জিতে নেন বাইডেন।

বিজ্ঞাপন

৩ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে বাইডেন এখন ডেমোক্রেট শিবিরের ফ্রন্টরানার প্রার্থী। প্রাইমারি মৌসুম শেষ হতে এখনও তিন মাস বাকি আছে। ভোট বাকি আছে ৩০ টিরও বেশি অঙ্গরাজ্যে। তারপরও মঙ্গলবার জয়ের পর আগেভাগেই দলীয় একতার আগাম আহ্বান জানান বাইডেন। ফিলাডেলফিয়াতে দেয়া বক্তব্যে স্যান্ডার্স সমর্থকদের ধন্যবাদ দিয়ে তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য অভিন্ন। আর আমরা একসঙ্গে হারাবো ডোনাল্ড ট্রাম্পকে’।

বিজ্ঞাপন

বাকি দুই অঙ্গরাজ্য ওয়াশিংটন ও নর্থ ডাকোটার ফল এ রিপোর্ট লেখা পর্যন্ত স্পষ্ট হয়নি। তবে, এদুটিতে এগিয়ে ছিলেন স্যান্ডার্স।

মঙ্গলবার রাতে নিজ অঙ্গরাজ্য ভারমন্টে ফিরে যান স্যান্ডার্স। এদিন প্রাইমারি শেষে তিনি কোন বক্তব্য রাখেন নি।

করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্য কর্মকর্তাদের নির্দেশনা মেনে দুই প্রার্থীই মঙ্গলবার রাতে পূর্বপরিকল্পিত সমাবেশ বাতিল করে দেন।

ডেমোক্রেট দলের নেতৃত্বস্থানীয়রা ইতিমধ্যে বাইডেনের পক্ষে সমর্থন দেয়া শুরু করেছেন। ডেমোক্রেট দলের সবচেয়ে বড় দুই সুপারপ্যাক বলেছে তারা বাইডেনের জন্য কাজ করা শুরু করবেন। প্রার্থিতার লড়াই থেকে ছিটকে পড়া পিট বুটিজেজ, এমি ক্লোবুচার ও কামালা হ্যারিসের মতো অ্যান্ড্রু ইয়াং বাইডেনের পক্ষে তার সমর্থন ঘোষণা করেন।

বাইডেনের পক্ষে সমর্থন ব্যক্ত করতে গিয়ে সিএনএনকে তিনি বলেন, ‘সমীকরণ দেখে ইঙ্গিত মিলছে আমাদের সম্ভাব্য প্রার্থী জো। আমাদের এখন দলকে একতাবদ্ধ করতে হবে।’

বুধবার মার্কিন স্থানীয় সময় সকাল পর্যন্ত বাইডেন ১৩৪ ডেলিগেট জিতে নেন। আর স্যান্ডার্সের পক্ষে যায় ৭৪ ডেলিগেট। সবমিলিয়ে ৭৬২-৬১৯ ডেলিগেট সংখ্যায় এগিয়ে আছেন বাইডেন। আর প্রার্থিতা নিশ্চিত করতে প্রয়োজন ১৯৯১ জন ডেলিগেট।

জো বাইডেন টপ নিউজ বার্নি স্যান্ডার্স মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর