Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংকক রুটে অনির্দিষ্টকাল ফ্লাইট বন্ধ


২০ মার্চ ২০২০ ১৬:৫৩

ঢাকা: সিঙ্গাপুরের পর এবার অনির্দিষ্টকালের জন্য ঢাকা-ব্যাংকক রুটের সব ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শুক্রবার (২০ মার্চ) বিকেলে বাংলাদেশ বিমানের ডিজিএম তাহেরা খন্দকার সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানের ডিজিএম বলেন, ‘বিমানের ঢাকা-ব্যাংককের মধ্যে চলাচলকারী সব ফ্লাইট আপাতত বন্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী ফ্লাইট চলবে। করোনাভাইরাসের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

ঢাকা ব্যাংকক রুটে সপ্তাহে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৪টি ফ্লাইট আসা-যাওয়া করতো। তবে দুই সপ্তাহ ধরে ফ্লাইট সংখ্যা নেমে আসে চারে। শুক্রবার (২০ মার্চ) থেকে ব্যাংককে আর কোনো ফ্লাইট চলাচল করবে না।

এদিকে এর আগে মালয়েশিয়া, সৌদি, কাতার, ভারত, ওমান, মালয়েশিয়ার, আরব আমিরাত ও সিঙ্গাপুরের ফ্লাইটও বন্ধ ঘোষণা করে বিমান বাংলাদেশ।

আরও পড়ুন

সম্মিলিত প্রয়াসে করোনাভাইরাসকে পরাজিত করার আশাবাদ কাদেরের
করোনাভাইরাস আপডেট: মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে
করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তৈরি পোশাক খাত
করোনাভাইরাস আতঙ্ক: ফ্রান্স ছেড়েছেন নেইমার-সিলভা
গোয়েন্দা প্রযুক্তি দিয়ে করোনাভাইরাস শনাক্ত করছে ইসরায়েল
করোনাভাইরাস মোকাবিলায় যেভাবে সফল চীন

করোনা মোকাবিলা করোনাভাইরাস বিমান বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স শাহজালাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর