করোনা মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেলথ এলার্ট সার্ভিস চালু
২২ মার্চ ২০২০ ০৫:০৬
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনাভাইরাস সম্পর্কে সঠিক তথ্য জানাতে হেলথ এলার্ট মেসেজিং সার্ভিস চালু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (উব্লিউএইচও)। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রাহকরা পাবেন এই তথ্য সেবা।
এই তথ্য সেবার মাধ্যমে করোনাভাইরাস বা কোভিড-১৯-এর বিষয়ে সবশেষ তথ্য সরবরাহ করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যার মধ্যে থাকবে এই রোগের লক্ষণ, প্রতিকার ও সব ধরনের সংবাদ।
তথ্য সেবাটি এখন শুধু হোয়াটসঅ্যাপে ইংরেজি ভাষায় দেওয়া হলেও আগামি সপ্তাহ থেকে এটি আরও অনেকগুলো ভাষায়ও দেওয়া হবে।
এই সেবাটি পেতে হোয়াটঅ্যাপে গিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার +৪১৭৯৮৯৩১৮৯২ এই নাম্বারে ‘hi’ লিখে সেন্ড করতে হবে। এরপর নাম্বারটি থেকে অপশন আসবে আপনার মোবাইলে, সেখোনে জানতে চাওয়া হবে আপনি কোন ধরনের সংবাদ পেতে চান। যার মধ্যে থাকবে-
১. করোনায় আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্য
২. কোভি-১৯ থেকে রক্ষার উপায়
৩. করোনাভাইরাস সম্পর্কিত প্রশ্নোত্তর
৪. করোনা বিষয়ক নানা ধরনের গুজব
৫. ভ্রমণে করোনা বিষয়ক সতর্কতা
৬. করোনা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ
৭. প্রকাশিত তথ্য শেয়ার
৮. করোনা মোকাবিলায় আর্থিক সহায়তা
এখন থেকে সপ্তাহে সাত দিনই ২৪ ঘণ্টা এই সেবাটি পাওয়া যাবে। মূলত করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর বিশ্বব্যাপী নান ধরনের গুজব ও মিথ্যা সংবাদ ছড়িয়ে পড়ছে। এসব গুজব আর মিথ্যা সংবাদে মানুষ যাতে আতঙ্কিত না হয়ে পড়ে এবং সেগুলো প্রতিরোধে এই সেবাটি দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।