কোভিড-১৯: মৃত্যুর সংখ্যায় চীনকে ছাড়িয়ে স্পেন
২৫ মার্চ ২০২০ ১৯:২৬
করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃত্যুর সংখ্যায় চীনকে ছাড়িয়েছে স্পেন। বুধবার (২৫ মার্চ) দেশটিতে প্রায় সাড়ে চারশো জনের প্রাণহানি হয়েছে। এতে স্পেনে করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৩৪ জন। যা ভাইরাসটির উৎপত্তিস্থল চীনের চেয়েও বেশি।
করোনাভাইরাসের সবশেষ তথ্য দেখুন- করোনা: লাইভ আপডেট
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনের হুবই প্রদেশের রাজধানী উহান শহরে প্রথম শনাক্ত হয় ভাইরাসটি। এরপর চীনে ব্যাপক আক্রান্ত ও প্রাণহানির ঘটনা ঘটে। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন তিন হাজার ২৮১ জন। পরে ভাইরাসটি বিশ্বের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে।
করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যায় এর আগেই চীনকে ছাড়িয়ে গেছে ইতালি। সেদেশে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা সাত হাজার ছুঁই ছুঁই। এবার স্পেনও সংখ্যার দিক থেকে চীনকে ছাড়িয়ে গেল। মৃতের সংখ্যার দিক থেকে স্পেন এখন দুইয়ে।
করোনাভাইরাসের সবশেষ তথ্য দেখুন- করোনা: লাইভ আপডেট
বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। বুধবার (২৫ মার্চ) পর্যন্ত এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজারে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন চার লাখ ২৬ হাজারেরও বেশি। বাংলাদেশে বুধবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৯ জন ও মৃত্যু হয়েছে পাঁচজনের।
প্রিন্স চার্লস করোনায় আক্রান্ত
কোভিড-১৯: একদিনে ১২শ প্রাণহানি ইতালি-স্পেনে
সৌদি আরবে ২১ দিনের কারফিউ জারি
ভারতে ২১ দিনের লকডাউন, লক্ষ্মণ রেখা পার না হওয়ার আহ্বান মোদির