প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকা দেবে রাবি
২ এপ্রিল ২০২০ ০০:২৬
রাবি প্রতিনিধি: করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি এক সভায় বুধবার সকাল ১০টায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক আব্দুল আলীম।
এদিকে বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এই সিদ্ধান্তের প্রশংসা করে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক মুসতাক আহমেদ বলেন, ‘এ মুহূর্তে যার যেমন সামর্থ্য আছে তা দিয়েই এ সংকট মোকাবিলা করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্ত অবশ্যই সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ।’
সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানের সভাপতিত্ব করেন।