Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃষকদের সহযোগিতা করার জন্য স্বেচ্ছাসেবক টিম গঠন করার আহ্বান


২৫ এপ্রিল ২০২০ ১৮:১২

ঢাকা: জাতীয় কৃষক সমিতি নেতারা কৃষকদের সহযোগিতা করার জন্য স্বেচ্ছাসেবক টিম গঠন করার আহ্বান জানিয়েছে। তারা বলেন, ‘সারাদেশে লকডাউন চলছে। এ অবস্থায় ভীত সন্ত্রস্ত মানুষ খেতে কাজ করতে চাচ্ছেন না। কৃষিনির্ভর বাংলাদেশে এই দুর্যোগের মধ্যে যদি বোরো ও হাওরের ধান ঠিকমতো কাটা না যায় তাহলে ভয়ঙ্কর খাদ্যাভাবে বাংলাদেশ পতিত হবে। সবাইকে মনে রাখতে হবে কৃষি-কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে।’

শনিবার (২৫ এপ্রিল) এক বিবৃতিতে জাতীয় কৃষক সমিতির সভাপতি মাহমুদুল হাসান মানিক ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ ও বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল হক নীলু ও সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বিবৃতিতে নেতারা বলেন, ‘সারাদেশের জাতীয় কৃষক সমিতি ও বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের নেতাকর্মীরা কিছু এলাকায় স্বেচ্ছাসেবক টিম গড়ে তুলছেন, ধান কাটতেও সহযোগিতা করেছেন। ধান ছাটাই, রক্ষণাবক্ষেণ ও বাজারজাতকরণের ক্ষেত্রেও তাদের ভূমিকা রাখতে হবে। সবাইকে মনে রাখতে হবে উৎপাদিত ফসলের একটি কণাও যেন নষ্ট না হয়।’

করোনাভাইরাস পরবর্তী বাংলাদেশের অর্থনীতিকে টিকিয়ে রাখতে কৃষির উপর সর্বাধিক জোর দিতে হবে উল্লেখ করে নেতারা আরও বলেন, ‘সরাসরি খোদ কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত মোটা ধান ১০৪০ টাকা ও একইভাবে অন্যান্য ধানের মূল্য নির্ধারণ করে ক্রয় করার জন্য তাগিদ দিতে হবে।’ কোনভাবেই দালালরা যেন এতে যুক্ত হতে না পারে সে ব্যাপারে প্রশাসন ও আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে সতর্ক রাখতে সহায়তা করতে হবে বলেও জানান তারা।

কৃষক কৃষকদের সহযোগিতা

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর