Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ত্রাণে অনিয়ম, আরও ৩ ইউপি সদস্য বরখাস্ত


১৮ মে ২০২০ ১৭:২৪

ঢাকা: করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন অসহায় মানুষদের জন্য বরাদ্দ দেওয়া ত্রাণ ও চাল আত্মসাতের অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) আরও তিন সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

সোমবার (১৮ মে) এ সংক্রান্ত প্রজ্ঞপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

সাময়িকভাবে বরখাস্ত ইউপি সদস্যরা হলেন- ফরিদপুর জেলার সদর উপজেলার আলিয়াবাদ ইউপি’র ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুর রাজ্জাক শেখ, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পলাশবাড়ী ইউপি’র ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য কুলসুম বেগম এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চর ইসলামপুর ইউপি’র ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য মোছা. নিলুফা খাতুন।

উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর এ নিয়ে মোট ৫৯ জন জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এদের মধ্যে ২০ জন ইউপি চেয়ারম্যান, ৩৬ জন ইউপি সদস্য, একজন জেলা পরিষদ সদস্য এবং দুজন পৌরসভার কাউন্সিলর।

ইউপি সদস্য বরখাস্ত স্থানীয় সরকার বিভাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর