Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাবিপ্রবি’র পিসিআর ল্যাবের উদ্বোধন


১৯ মে ২০২০ ০২:২৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবের উদ্বোধন হয়েছে। সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ল্যাবের উদ্বোধন করেন।

উদ্বোধনের সময় সিলেট স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের ল্যাব পরিচালনা করবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ ও বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ। প্রতিদিন ১০০ টি নমুনা পরীক্ষা করা সম্ভব হবে।

শাবিপ্রবি’র জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. শামসুল হক প্রধান বলেন, গত এক সপ্তাহ থেকে আমাদের শিক্ষকরা এটি পরিচালনার জন্য প্রশিক্ষণ নিচ্ছেন। ২২ থেকে ২৩ জনের একটি টিম তৈরি করা হয়েছে।

উদ্বোধন হলে মঙ্গলবার (১৯ মে) থেকে এই ল্যাবে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পিসিআর ল্যাব উদ্বোধন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর