পাটুরিয়া ঘাটে যাত্রীবাহী পরিবহন প্রবেশ বন্ধ
১৯ মে ২০২০ ১১:১৯
মানিকগঞ্জ: করোনার সংক্রমণ ঝুঁকি কমাতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সীমিত আকারে ফেরি চলাচল করছে। মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে ফেরিতে পণ্যবাহী ট্রাক ও রোগী এবং লাশবাহী অ্যাম্বুলেস পারাপার করা হচ্ছে।
ঘাটে যাত্রীবাহী কোনো ধরনের যানবাহন প্রবেশ করতে না পারায় যাত্রীর চাপ নেই। ঘাট সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানোর কারণে জরুরি পরিবহন ছাড়া কোনো ধরনের যানবাহন পাটুরিয়া ঘাটে প্রবেশ করতে পারছে না।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, ‘পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ২টি ফেরি দিয়ে শুধু মাত্র জরুরি পরিবহন পারপার করা হচ্ছে। রাতে জরুরি পণ্যবাহী কিছু ট্রাক আটকে থাকায় সেগুলো পারাপার করা হচ্ছে।’
এছাড়া ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানোয় যাত্রীবাহী কোনো যানবাহন পাটুরিয়া ঘাটে আসতে না পারায় যাত্রীর চাপ নেই বলেও জানান তিনি।