Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝড়ের সময় তার ছিঁড়ে ঘর বিদ্যুতায়িত, ৩ জনের মৃত্যু


২৭ মে ২০২০ ১৬:২৩ | আপডেট: ২৭ মে ২০২০ ১৯:০৬

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঝড়-বৃষ্টির সময় বিদ্যুতের তার ছিঁড়ে একটি ঘরের ওপর পড়লে ওই ঘরটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এ ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুসহ তিন জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ মে) সকালে সিদ্ধিরগঞ্জের রসূলবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে হাসান ও সুমাইয়া শিশু, মৃত আরেকজনের নাম রুবিনা আক্তার। এখন পর্যন্ত তাদের কারওই বিস্তারিত পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, সকালে ঝড়-বৃষ্টি শুরু হলে এলাকায় বিদ্যুৎ ছিল না। পরে বিদ্যুৎ এলেও স্থানীয় ট্রান্সফরমারটিতে বিস্ফোরণ ঘটে। এসময় বিদ্যুতের তার ছিঁড়ে পাশাপাশি দুইটি বাড়ির ওপর পড়ে। এর মধ্যে একটি বাড়ির চালে আগুনও ধরে যায়। অন্য বাড়িটিও বিদ্যুতায়িত হয়, বাড়ির সামনে জমে থাকা পানিও বিদ্যুতায়িত ছিল। ওই বাসা থেকে বের হওয়ার সময়ই তিন জনের মৃত্যু হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, সকালে বৃষ্টির সময় বজ্রপাতে ট্রান্সফরমার থেকে বিদ্যুৎতের তার ছিঁড়ে পাশের একটি টিনের ঘরের ওপর পড়ে। এসময় ঘর থেকে বের হতে গিয়ে শিশুসহ তিন জন বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ওসি জানান, এসময় আরও তিন জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করেন।

টপ নিউজ ট্রান্সফরমার বিস্ফোরণ তিন জনের মৃত্যু বিদ্যুতায়িত বিদ্যুৎস্পৃষ্ট

বিজ্ঞাপন

বিশ্ব স্বাস্থ্য দিবস আজ
৭ এপ্রিল ২০২৫ ০৮:২৭

আরো

সম্পর্কিত খবর