শাহজালাল বিমানবন্দর থেকে স্বর্ণেরবার উদ্ধার
৯ ডিসেম্বর ২০১৭ ২২:০৭
স্টাফ করেসপন্ডেন্ট
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফের ৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ১১টায় আবুধাবি থেকে ছেড়ে আসা বিমানের বিজি-১২৮ ফ্লাইটে অভিযান চালিয়ে এক যাত্রীর হাতব্যাগে লুকিয়ে রাখা স্বর্ণবারগুলো আটক করে শুল্ক গোয়েন্দা পুলিশ।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান তথ্যের সত্যতা নিশ্চিত করে সারাবাংলাকে জানান, আটক যাত্রীর নাম মো. সাইদুর রহমান। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়।
তিনি আরও জানান, সাইদুর এ বছর দুইবার ঢাকা-আবুধাবি যাতায়াত করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে তার ওপর নজর রাখা হয়। গ্রিন চ্যানেল পার হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সাইদুরের কথায় অসংগতি থাকায় শুল্ক গোয়েন্দার সদস্যরা তল্লাশি করে তার কাছ থেকে স্বর্ণের বারগুলো আটক করে।
সাইদুরের কাছ থেকে ৩৪৯ গ্রাম ওজনের ৩টি স্বর্ণের বার ও ৫৭ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। যার আনুমানিক মূল্য ২০ লাখ ৩০ হাজার টাকা।
এ ঘটনায় সাইদুর রহমানের নামে শুল্ক আইনে মামলা দায়ের করে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
সারাবাংলা/এসআর/এমআই/এটি