Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসএমএমইউ’র সুপারিশের বাস্তবায়ন চান ডা. জাফরুল্লাহ চৌধুরী


১৯ জুন ২০২০ ২১:১৮

ঢাকা: গণস্বাস্থ্য-আরএনএ বায়োটিক লিমিটেড এর উদ্ভাবিত এন্টিবডি কিটের ব্যাপারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এর কারিগরি কমিটি যে সুপারিশ করেছে তার বাস্তবায়ন চান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শুক্রবার (১৯ জুন) রাতে গণস্বাস্থ্য কেন্দ্রের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ‘জিআর কোভিড-১৯ ডট ব্লট’ কিট প্রকল্পের সমন্বয়ক ডা. মুহিব উল্লাহ খোন্দকার স্বাক্ষরিত বিবৃতিতে ডা. জাফরুল্লাহ চৌধুরী এ বাস্তবায়ন চান।

বিজ্ঞাপন

বিবৃতিতে তিনি বলেন, ‘এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। গণস্বাস্থ্য কেন্দ্র নামকরণ এবং স্থাপনের জন্য জমি অধিগ্রহণ বঙ্গবন্ধু নিজেই। আবার বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠিত বিএসএমএমইউ-এর কারিগরি বিষেজ্ঞদল গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিটের কার্যকারিতার প্রমাণ পেয়েছেন।’

গণস্বাস্থ্য-আরএনএ বায়োটিক লিমিটেড এর উদ্ভাবিত এন্টিবডি কিটের ব্যাপারে বিএসএমএমইউ-এর কারিগরি কমিটির সুপারিশের জন্য কৃতজ্ঞতা জানিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আশা করি ওষুধ প্রশাসন জরুরিভাবে সার্বিক করোনা পরিস্থিতি বিবেচনায় এনে সুপারিশগুলো বাস্তবায়ন করবে এবং অতি দ্রুত নিবন্ধন বিপণনের অনুমতি দেবেন।’

তিনি বলেন, ‘কিটের কার্যকারিতা কত শতাংশ, সেটা বৈজ্ঞানিক আলোচনার বিষয়। কিটের উন্নয়ন একটা চলমান প্রক্রিয়া। এ বিষয়ে আমার বিএসএমএমইবউ’র ক্রমাগত সহযোগিতা চাইছি। তারা এন্টিজেন কিট দ্রুত পরীক্ষা করে দিক। তবে বিএসএমএমইউ আনুষ্ঠানিভাবে যা বলেছে, সেটাই হোক ভিত্তি। সতর্ক থাকতে হবে, লাল ফিতা যেন ক্ষণকাল হরণ করতে না পারে।’

বিজ্ঞাপন

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘গণস্বাস্থ্য এবং শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় যৌথভাবে জাতির এক মহাদুর্যোগের দিনে ১৭ কোটি মানুষের জীবনে সরাসরি একটি সুসংবাদ বয়ে এনেছে। সবারই অভিনন্দন প্রাপ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চয়-ই একটা আশা নিয়ে গণস্বাস্থ্যের জন্য কতগুলো বিশেষ ব্যবস্থা নিয়ে দিয়েছিলেন, সেটিও ফলপ্রসূ হয়েছে।’

তিনি বলেন, ‘পত্রিকা মারফাত জানতে পেরেছি ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেছিলেন ইতিবাচক প্রতিবেদন পেলে তিনি নিবন্ধন দেবেন। এমনকি বিশেষজ্ঞ কমিটিতেও পাঠাবেন না— এটাই যৌক্তিক। আমরা এখন ওষুধ প্রশানের দ্রুত সিদ্ধান্তের অপেক্ষায়।’

আরও পড়ুন

‘করোনার ব্যাপ্তি দেখতে কাজে লাগতে পারে গণস্বাস্থ্যের কিট’
‘করোনা শনাক্তে গণস্বাস্থ্যের অ্যান্টিবডি কিট কার্যকর নয়’
অ্যান্টিজেন কিটের নমুনা সংগ্রহে গণস্বাস্থ্যের নতুন ডিভাইস
বিএসএমএমইউ’র চাহিদা অনুযায়ী আরও কিট দিল গণস্বাস্থ্য
গণস্বাস্থ্যের অ্যান্টিজেন কিটে ত্রুটি!
গণস্বাস্থ্যের কিটের ক্লিনিক্যাল ট্রায়াল স্থগিত
গণস্বাস্থ্যের কিটে ডা. জাফরুল্লাহর করোনা পজিটিভ
কিটের পেছনে চার কোটি টাকা খরচ করে বসে আছে গণস্বাস্থ্য!

 

 

 

 

 

 

 

এন্টিবডি করোনাভাইরাস গণস্বাস্থ্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর