Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতি বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস, রাবি শিক্ষক জাহিদ বরখাস্ত


২৭ জুন ২০২০ ১৮:২৭ | আপডেট: ২৭ জুন ২০২০ ২৩:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সময়ে ‘স্বাস্থ্যখাতের দুর্নীতি’ বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া এবং ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক কাজী জাহিদুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (২৭ জুন) সকালে উপাচার্যের বাসভবনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান এ বিষয়ে বলেন, ‘সিন্ডিকেট সভায় শিক্ষক কাজী জাহিদুর রহমানকে (কাজী জাহিদ) গ্রেফতারের দিন গত ১৮ জুন থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। এটি আইন অনুযায়ী করা হয়েছে।’

বিজ্ঞাপন

জানা যায়, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে ফেসবুকে কটূক্তির অভিযোগে ওই শিক্ষককে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ফেসবুকে প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে ফেসবুকে কটূক্তির অভিযোগে গত ১৭ জুন মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কোয়ার্টার থেকে কাজী জাহিদকে গ্রেফতার করে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক।

ডিজিটাল নিরাপত্তা আইন রাবি শিক্ষক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর