সিভাসুতে অনলাইনে ক্লাস শুরুর সিদ্ধান্ত
২৭ জুন ২০২০ ২০:৫৯
চট্টগ্রাম ব্যুরো: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা মেনে একমাসের মধ্যে অনলাইনে ক্লাস শুরুর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস ইউনিভার্সিটি (সিভাসু) কর্তৃপক্ষ।
শনিবার (২৭ জুন) সকালে এক ভার্চুয়াল সভায় এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে শিক্ষকদের প্রস্তুতির জন্য একমাস সময় দেওয়া হয়েছে। সিভাসু’র উপাচার্য ড. গৌতম বুদ্ধ দাশের সভাপতিত্বে সভায় ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকরা অংশ নেন।
সিভাসু’র উপ-পরিচালক (জনসংযোগ) খলিলুর রহমান সারাবাংলাকে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশনের নির্দেশনা মোতাবেক অনলাইনে ক্লাস শুরুর বিষয়ে শিক্ষকদের মতামত চাওয়া হয়েছিল সভায়। সব শিক্ষক, বিভাগীয় প্রধানরা এতে একমত পোষণ করেছেন এবং প্রস্তুতির জন্য একমাস সময় চেয়েছেন। সভায় সিদ্ধান্ত হয়েছে, একমাস পর অনলাইনে ক্লাস শুরু হবে।
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে তিনমাসেরও বেশি সময় ধরে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। বিভিন্ন স্কুল এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে অনলাইন ক্লাস চালু হয়েছে।
অনলাইনে ক্লাস চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সিভাসু