বরিশালে করোনা রোগীদের জন্য ‘অক্সিজেন ব্যাংক’ উদ্বোধন
৩০ জুন ২০২০ ০৪:১৯
বরিশাল: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য বরিশালে ‘অক্সিজেন ব্যাংক’ উদ্বোধন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা শাখা।
সোমবার (২৯ জুন) নগরীর ফকিরবাড়ি সড়ক এলাকায় সংগঠনের কার্যালয় চত্বরে এর উদ্বোধন করেন জেলা বাসদের আহ্বায়ক ইমরান হাবিব রুম্মান।
এসময় সংগঠনের জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী বলেন, করোনা রোগীদের শ্বাসকষ্ট বেড়ে গেলে অক্সিজেনের প্রয়োজন হয়ে পড়ে। বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীদের প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করতে পারছে না। এমনকি অক্সিজেন ব্যবহার করতে রোগীদের টাকাও দিতে হয়।
মনীষা বলেন, এ কারণে অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করতে বাসদের পক্ষ থেকে রোগীদের চিকিৎসার জন্য শুরুতে ২৫ হাজার টাকা দামের পাঁচটি অক্সিজেন সিলিন্ডার ও ৩০টি পালস অক্সিমিটার দিয়ে অক্সিজেন ব্যাংকের কার্যক্রম শুরু করেছি। পর্যায়ক্রমে একশ অক্সিজেন সিলিন্ডার রাখা হবে এই ব্যাংকে। এসব অক্সিজেন সিলিন্ডার দিয়ে করোনায় আক্রান্ত রোগীদের সেবা দেওয়া যাবে।
তিনি আরও বলেন, যেসব করোনা রোগী বাসায় বা হাসপাতাল চিকিৎসা নিচ্ছেন, তাদের করোনায় শ্বাসকষ্টের সমস্যা হলে প্রথমে বাসদ পালস অক্সিমিটার পাঠাবে রোগীর শরীরের অক্সিজেন মাপার জন্য। তাদের শরীরে অক্সিজেনের মাত্রা কমে গেলে তাদের কাছে অক্সিজেন পাঠানো হবে।