Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দুর্নীতির বিরুদ্ধে বিএনপির কথা বলা হাস্যকর’


৬ জুলাই ২০২০ ১৩:৫২

ফাইল ছবি

ঢাকা: বিএনপি দুর্নীতিতে পরপর ৫ বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। তাই দুর্নীতির বিরুদ্ধে বিএনপির কথা বলা হাস্যকর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (৬ জুলাই) নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতিবিরোধী অবস্থান এবং তাঁর ব্যক্তিগত সততা দেশ-বিদেশে সমাদৃত ও প্রশংসিত জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দুর্নীতিবাজ যেই হোক, শেখ হাসিনা সরকার শূন্য সহিষ্ণুতা নীতিতে অটল। আর লুটপাটের জন্যই নির্বাচন ও রাজনীতিতে জনগণের কাছে বিএনপি প্রত্যাখ্যাত।’

বিজ্ঞাপন

করোনা সংকটে দায়িত্বশীল ভূমিকা পালন না করে বিএনপি তাদের চিরাচরিত নালিশের রাজনীতি আঁকড়ে ধরে আছে এবং এই করোনাকালেও তারা আজগুবি তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে বলেও জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তাদের কথা শুনে মনে হয় পূর্নিমার রাতেও বিএনপি অমাবস্যার অন্ধকার দেখতে পায়।’

করোনা মোকাবিলায় সরকার সুরক্ষা সামগ্রী বাড়াচ্ছে, ভেন্টিলেশন ব্যবস্থা, চিকিৎসকদের সংখ্যা বৃদ্ধি করছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘সরকারের সমন্বিত ও দক্ষতার কারণেই এসব হচ্ছে। অথচ বিএনপির কার্যক্রম শুধু বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ।’ এসময় বিএনপিকে বিভাজন ও বৈরিতার রাজনীতি পরিহার করে করোনা প্রতিরোধের লড়াইয়ে সহযোগিতা করারও আহ্বান জানান ওবায়দুল কাদের।

যশোর ও বগুড়া উপনির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার। সরকারের এতে হাত নেই। করোনাকলেও সাংবিধানিক বাধ্যবাধতার কারণে বিশ্বের অনেক দেশেই জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন হছে।’

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের দুর্নীতি বিএনপি বিএনপির মুখে বিশ্ব চ্যাম্পিয়ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর