Friday 13 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেনিয়ায় ২০২১ সাল পর্যন্ত সব স্কুল বন্ধ


৮ জুলাই ২০২০ ১২:৫০ | আপডেট: ৮ জুলাই ২০২০ ১৩:৪৮

নভেল করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ট কোভিড-১৯ বৈশ্বিক মহামারির কারণে পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় সব স্কুল ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। খবর বিবিসি।

এ ব্যাপারে কেনিয়ার শিক্ষামন্ত্রী জর্জ মাগোহা বলেছেন, প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলোতে ক্লাস আগামী বছর জানুয়ারিতে শুরু হবে।

এদিকে বিবিসি জানাচ্ছে, দেশটিতে স্কুল ফাইনাল পরীক্ষা সাধারণত অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হয় চলতি বছরের সেসব পরীক্ষাও বাতিল করা হয়েছে।

করোনাভাইরাস সংক্রমণের মুখে মার্চের মাঝামাঝি সময় থেকে স্কুল বন্ধ থাকায় সব স্কুলের ২০২০ শিক্ষাবর্ষও বাদ পড়বে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে। সরকারি-বেসরকারি সব স্কুলের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে।

তবে, কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো সেপ্টেম্বরেই খুলে দেওয়া হবে।

অন্যদিকে, মার্চে স্কুল বন্ধ হয়ে যাওয়ার পর থেকে সরকার পরিচালিত কেনিয়া ইনস্টিটিউট অফ কারিকুলাম ডেভলপমেন্ট রেডিও, টেলিভিশন ও অনলাইনের মাধ্যমে স্কুলের কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করে যাচ্ছে।

এর মাধ্যমে কিছু শিক্ষার্থী সিলেবাস অনুযায়ী পাঠ সম্পন্ন করতে পারলেও অনেকেই এই প্রযুক্তিগত সুবিধার বাইরে ছিল।

অপরদিকে, কেনিয়ায় এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত আট হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে এবং ১৬৪ জনের মৃত্যু হয়েছে। সম্প্রতি কয়েকদিনে নতুন সংক্রমণ আরও বেড়েছে।

এ ব্যাপারে দেশটির প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা করোনাভাইরাস সংক্রমণের কারণে আরোপিত বিধিনিষেধ ধাপে ধাপে তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন। প্রধান দুটি শহর নাইরোবি ও মোম্বাসায় ভ্রমণের ওপর বিধিনিষেধ ইতোমধ্যেই তুলে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তবে, কেনিয়ায় জারি থাকা রাত ৯টা থেকে ভোর চারটা পর্যন্ত কারফিউয়ের মেয়াদ আরও ৩০ দিন বাড়ানো হয়েছে।

কেনিয়া কোভিড-১৯ নভেল করোনাভাইরাস স্কুল বন্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর