Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতির পিতা আমাদের মুক্তির সোপানে নিয়ে গেছেন : মতিয়া


৭ মার্চ ২০১৮ ১৬:২১

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা : ৭ মার্চের ভাষণের প্রসঙ্গ উল্লেখ করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বাঙালি জাতি চিরদিন পর পদানতা ছিল। স্বাধীনতার কথা কখনো চিন্তা করতে পারেনি। নানান শক্তি আমাদের পদানত করে রেখেছিল। জাতির পিতা আমাদের মুক্তির সোপানে নিয়ে গেছেন।

তিনি বলেন,‘তার আহ্বানে আমরা দেশকে স্বাধীনতা করেছি। সোহরাওয়ার্দী উদ্যানে ৪৭ বছর আগে মাঠের ওই কোনায় দাঁড়িয়ে ৭ মার্চের ভাষণ শুনেছিলাম।’

‘কিন্তু তিনি আমাদের স্বাধীনতার স্বাদ বেশিদিন দিতে পারেননি। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।’

মতিয়া বলেন, ‘তারই যোগ্য উত্তরসূরি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ক্ষুধা, দারিদ্র্য, অজ্ঞতা মুক্ত হচ্ছে। শেখ হাসিনা আমাদের গর্বিত জাতির মুকুট উপহার দিবেন। তার জন্য আমরা অপেক্ষা করছি।’

কৃষিমন্ত্রী বলেন, ‘শুধু বলতে চাই, তোমার পতাকা যারে দাও, তারে বহিবারে দাও শক্তি। শেখ হাসিনা সেই শক্তি পেয়েছেন বাংলার মানুষ, পেয়েছেন বঙ্গবন্ধুর কাছ থেকে।’

সারাবাংলা/একে

আরও পড়ুন

কবিতা শোনালেন নির্মলেন্দু গুণ

৭ মার্চ ১৯৭১ : এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম

ওয়াজেদ মিয়ার লেখায়: ৭ মার্চের পর মৃত্যুতেও তৈরি ছিলেন বঙ্গবন্ধু

জনসমুদ্রে জাতির সহযোগিতা চাইবেন শেখ হাসিনা

জনস্রোত এসে মিশেছে সোহরাওয়ার্দী উদ্যানে

ভোগান্তি পথে পথে

দুঃখপ্রকাশ করলেন কাদের

বাস-ট্রাকে আসছেন নেতাকর্মীরা

আগামী নির্বাচন হবে বাঙালির বিজয়কে এগিয়ে নেওয়ার নির্বাচন

 

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর