Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাহাবউদ্দিন মেডিকেলের মালিকের ছেলে এমডি ফয়সাল গ্রেফতার


২১ জুলাই ২০২০ ০৩:২২

ঢাকা: রাজধানীর গুলশানের সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসাপাতালের মালিকের ছেলে ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব। করোনাভাইরাস পরীক্ষার সরকারি অনুমোদন না থাকলেও পরীক্ষা করানো এবং করোনা নেগেটিভ রোগীকে পজিটিভ দেখিয়ে হাসপাতালে ভর্তি রেখে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) ফয়সাল আল ইসলামকে গ্রেফতার করে র‌্যাব। এর আগে এদিন সন্ধ্যয় এমডি ফয়সালসহ সহকারী পরিচালক আবুল হাসনাত ও ইনভেন্টরি অফিসার শাহরিজ কবিরের নামে গুলশান থানায় র‌্যাবের পক্ষ থেকে মামলা করা হয়। মামলার বাকি দুই আসামিকে হাসপাতালটিতে অভিযান চালানোর সময় র‌্যাব আটক করেছিল।

বিজ্ঞাপন

এর আগে, রোববার (১৯ জুলাই) দুপুরে সাহাবউদ্দিন মেডিকেলে অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযান শেষে তারা জানায়, হাসপাতালটি করোনা নেগেটিভ ব্যক্তিকে করোনা পজিটিভ বলে ভর্তি রেখেছিল এবং মোটা অঙ্কের টাকা বিল করছিল। এছাড়া তাদের হাসপাতালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের অনুমোদনহীন বেশকিছু টেস্টিং কিট পাওয়া গেছে। সরকারের অনুমোদন ছাড়াই তারা অ্যান্টিবডি করোনা টেস্ট করছিল। অন্যদিকে পিসিআর পরীক্ষার অনুমতি থাকলেও তাদের আরটি-পিসিআর মেশিন ছিল না। তা সত্ত্বেও প্রতিটি করোনা টেস্টের জন্য তিন হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নিচ্ছিল তারা।

র‌্যাব আরও জানায়, হাসপাতালটির অপারেশন থিয়েটারে ১০ বছর আগের মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল সামগ্রী পাওয়া গেছে। এসব অভিযোগে হাসপাতালটির দুই কর্মকর্তাকে গতকালই আটক করে র‌্যাব। ফার্মেসিতে মেয়াদউত্তীর্ণ ওষুধ থাকায় দুই লাখ টাকা জরিমানা এবং হাসপাতালটি সিলগালা করার রায় দেওয়া হয়।

বিজ্ঞাপন

তবে সোমবার র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, হাসপাতালটি স্বয়ংসম্পূর্ণ। তাছাড়া রোগীদের সরাতে হলেও কিছু সময় লাগবে। সে কারণে হাসপাতালটি এখন বন্ধ করা ঠিক হবে না। তাদের কাগজপত্র ঠিক করার জন্য সময় দেওয়া হবে। তবে সেই সময়ের মধ্যে কাগজপত্র ঠিক না করলে ও অনিয়ম বন্ধ না করলে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন-

এবার শাহাবুদ্দিন মেডিকেলে র‌্যাবের অভিযান

শাহাবুদ্দিন মেডিকেলের সহকারী পরিচালকসহ আটক ২

অনুমোদন ছাড়াই অ্যান্টিবডি টেস্ট করাচ্ছে শাহাবুদ্দিন মেডিকেল!

শাহাবুদ্দিন মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের অনুমোদন বাতিল হচ্ছে

‘সিলগালা নয়, কাগজপত্রের জন্য সময় দেওয়া হবে শাহাবুদ্দিন মেডিকেলকে’

এমডি ফয়সাল গ্রেফতার ফয়সাল আল ইসলাম সাহাবউদ্দিন মেডিকেল সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর