Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতির অভিযোগ পেলেই কঠোর ব্যবস্থা: প্রধান বিচারপতি


৮ আগস্ট ২০২০ ২৩:০৫

ঢাকা: দেশের সর্বোচ্চ আদালতের সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুনীতির কোনো অভিযোগ এলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

শনিবার (৮ আগস্ট) সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠকে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, ‘ঢালাও নয়, সুনির্দিষ্ট অভিযোগ দিন। দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পেলেই আমি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। কোনো ছাড় দেওয়া হবে না।’

বৈঠক শুরুর আগে উচ্চ আদালত প্রাঙ্গণে চলমান দুর্নীতি, অনিয়ম ও নানা ধরনের অসঙ্গতি নির্মূলে কার্যকর পদক্ষেপ নিতে দুর্নীতিবিরোধী সাধারণ আইনজীবী পক্ষ থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিকে স্মারকলিপি দেন আইনজীবী নেতারা।

এরপর তারা প্রধান বিচারপতিকে বলেন, ‘সুপ্রিম কোর্টে মামলা দায়ের থেকে আদেশের অনুলিপি পেতে বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীদের সীমাহীন দুর্নীতির শিকার হচ্ছেন আইনজীবী ও বিচারপ্রার্থী জনগণ।’

আদালতের কর্মকর্তা ও কর্মচারীদের একটি বড় অংশের লোভের কারণে বিচার ব্যবস্থার প্রতি মানুষের হতাশা বেড়েই চলেছে। বিচার বিভাগের অভিভাবক হিসেবে দুর্নীতির এই ভয়াল গ্রাস থেকে বিচারপ্রার্থী জনগণকে বাঁচাতে আপনাকে যথাযথ পদক্ষেপ নিতেই হবে। তাই আমরা মনে করি দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্ট প্রশাসন, অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও আইনজীবী সমিতির সদস্যদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা দরকার।’

সমিতির নেতৃবৃন্দের এ পরামর্শের পর প্রধান বিচারপতি বলেন, ‘ই-ফাইলিং চালু হলে এই সমস্যা অনেকটাই নিরসন হবে।’

তিনি বলেন, ‘বেঞ্চ অফিসাররা একই বেঞ্চে বছরের পর বছর দায়িত্ব পালন করে যাচ্ছেন। কিন্তু তাদেরকে বদলি করা হয়না। আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে বেঞ্চ অফিসারদের একই বেঞ্চে দীর্ঘদিন না রেখে অন্য বেঞ্চে বদলি করব।’

সমিতির নেতৃবৃন্দ প্রধান বিচারপতিকে বলেন, ‘সুপ্রিম কোর্ট প্রশাসন দুর্নীতির বিরুদ্ধে যে পদক্ষেপ নেবে তাতে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।’

ভার্চুয়াল এ বৈঠকে আপিল বিভাগের বিচারপতি মো. ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি আবু বকর সিদ্দিকী অংশ নেন। এছাড়া অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন, সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, কোষাধ্যক্ষ রাগীব রউফ চৌধুরী, সহ-সম্পাদক বাকির উদ্দিন ভূইয়া প্রমুখ অংশ নেন।

টপ নিউজ প্রধান বিচারপতি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর